আন্তর্জাতিক

ফটিকছড়ির মুনমুন নিউইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত

(Last Updated On: )

ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ মুনমুন আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রæকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এ মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি নিউইয়র্কে মহিলা কাউন্সিলর নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী। গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ৪ শত ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বার্ডন ওয়েস্ট পেয়েছেন ৭ হাজার ২ শত ৩৫ ভোট। শাহানা হানিফ মুনমুন নাজিরহাট পৌরসভার মনসুর গোমাস্তা বাড়ির নিউইয়র্ক প্রবাসী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফের কন্যা। মোহাম্মদ হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠামÐলীর সদস্য।