গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক দীপক গাইনের বিরুদ্ধে। উপজেলার কলাবাড়ি ইউনিয়নে গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। আহত যুবককে (৩৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী দীপক গাইনের পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে ভুক্তভোগী যুবক ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ ঘটনার প্রতিশোধ নিতে দীপক শুক্রবার রাত ১১ টার দিকে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকার স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় প্রেমিকার স্বামী ওই যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন দীপক।
আহত যুবক বলেন, ‘ওই দিন আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে দীপক আমাদের বাড়িতে আসে। প্রথমে তার সঙ্গে ঝগড়াঝাটি হয়। পরে সে ধারালো ছুরি দিয়ে আমার ওপর হামলা করে। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে আমার ‘‘বিশেষ অঙ্গ’’ কেটে দিয়ে পালিয়ে যায়। ওই রাতেই আমি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
ভুক্তভোগীর স্ত্রী বলেন, ‘দীপক সম্পর্কে আমার কাকা হন। তার সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল। এখন কোনো সম্পর্ক নেই। সে প্রতিহিংসাবশত এ কাজ করেছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রতিপক্ষ ছুরি মারলে এক যুবকের ‘‘বিশেষ অঙ্গ’’ কেটে যায় বলে শুনেছি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।