রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে প্রার্থীর কাছে টাকা দাবি করায় লাল্টু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে রংপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মহিন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাল্টু ঝিনাইদহ সদর উপজেলার ধুপাউলা গ্রামের এন্তাজ জোদ্দারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের বাসায় যান লাল্টু মিয়া। সেখানে গিয়ে তাকে ২ হাজার ভোটে নির্বাচিত করিয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে কাউন্সিলর প্রার্থী মাহিগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাল্টু মিয়া নিজেকে প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে প্রার্থীকে টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।