প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে হলে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রির সময় জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে।
বুধবার (২০ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন
মো. ইউসুফ আলী বলেন, মাঠ পর্যায় থেকে কিছু সমস্যার কথা প্রকল্প কার্যালয়কে অবগত করা হয়েছে। এরমধ্যে জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছি।
তিনি বলেন, সারাদেশের ৪ হাজার ৫০০ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নিবন্ধন কার্যক্রম আপগ্রেড করা হয়েছে। যে সকল এলাকায় নিবন্ধন কার্যক্রমে সমস্যা হবে, সেখানকার উপজেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন। উপজেলা পর্যায়ে সমাধান না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজির সঙ্গে যোগাযোগ করবেন, তিনি এই সমস্যা সমাধান করবেন।