প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ যথাযথ বাস্তবায়ন করতে পারলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, এগিয়ে যাবে দেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালী পৌর সদরে মাদক বেচাকেনা বন্ধে এলাকাবাসীর অভিযোগ
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে অলিগলিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সোচ্চার হয়েছেন পৌরবাসী। এ মাদক ব্যবসা বন্ধে বোয়ালখালী থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, পৌর সদরের ৬নং ওয়ার্ডের অলিগলিতে সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী ও সেবীদের আড্ডা জমে। এসব আড্ডায় মাদকের বেচাকেনা হয়। ফলে এলাকার কিশোর-যুবকরা নেশাগ্রস্থ হয়ে […]
বোয়ালখালীতে মুজিব বর্ষ এএনএফএল ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
(Last Updated On: ) বোয়ালখালীতে এম এ হাশেম ফাউন্ডেশন এর আয়োজনে মুজিব বর্ষ এএনএফএল ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার ( ৪ ডিসেম্বর) রাত ৮ টায় গোমদন্ডী ফুলতলে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম,উপজেলা সহকারী কমিশনার মোজাম্মেল হক […]
৩০ দিনের মধ্যে এমপি হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ
(Last Updated On: ) আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম বিরুদ্ধে দুদকের করা মামলায় দুটি ধারায় বিচারিক আদালতে ১০ বছর ও ৩ বছরের কারাদণ্ড হয়েছিল। এর মধ্যে একটি ধারায় বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম […]