ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ। শনিবার (৪ জুন) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন পাপ্পু ও শেখ শহীদুল আলম প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এর পরই এই স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে এ প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সম্পৃক্ত খবর
কোরবানির পশু কিনতে থানায় ঢুকছে মানুষ!
(Last Updated On: ) ক্রমেই ঘনিয়ে আসছে কোনবানির ঈদ। কোরবানির জন্য পশু কিনতে হবে। এজন্য এলাকার মানুষ যাচ্ছেন পশুর হাটে। কিন্তু তোরণ দেখে ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বুঝতে পারছেন তারা আসলে থানায় এসেছেন, পশুর হাটে নয়। বিব্রতকর এমন পরিস্থিতি গাজীপুরের টঙ্গী মেঘনা এলাকায় পশুর হাটকে ঘিরে। ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীর মেঘনা রোডে ১ কিলোমিটার সড়কজুড়ে […]
বোয়ালখালী পূজা পরিষদের সাধারণ সভা ২৭ মে
(Last Updated On: ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাধারণ সভা ২০ মের পরিবর্তে আগামী ২৭ মে ২০২২ , শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবেসংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাস সাধারণ সম্পাদক অধির দে উপজেলা কমিটি, বোয়ালখালী পৌরসভা কমিটি ও সকল ইউনিয়ন কমিটির সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ।
জামিনের ওপর স্থগিতাদেশ: ইরফানের আবেদন শুনানি ১৯ এপ্রিল
(Last Updated On: ) নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার (স্টে ভ্যাকেট) চেয়ে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিমের আপিল আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বারজজ আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই দিন ধার্য করে আদেশ দেন। […]