প্রধান পাতা

প্রতিযোগিতার দিনক্ষন প্রকাশ করলো পাঠশালা

(Last Updated On: )

সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। গত ১৩ ই ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ পাঠশালা’র কানুনগোপাড়াস্থ অস্থায়ী কার্যলয়ে প্রস্ততি সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুখপাত্র কিশোর দে। সভায় প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের সমন্বয়ক মিতু দে আয়োজনের প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটন দে টিটু, জয় নন্দী, মুক্তা চৌধুরী, শ্রীচরন বিশ্বাস, অভি দত্ত, অন্তর দাশ, বিজয় চক্রবর্তী, লিংকন তালুকদার ও সুব্রত দত্ত রাজু। আগামি ১২/০৩/২১ ইং তারিখ পর্যন্ত বোয়াখালীর সুনির্দিষ্ট বুথে প্রতিযোগিতার অংশগ্রহনে ফরম পাওয়া যাবে এবং ১৯/০৩/২১ ইং তারিখ রোজ শুক্রবার কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণসংযোগ ও গনমাধ্যম প্রতিনিধি টিটন দে টিটু।