আন্তর্জাতিক

প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ করল আফগানিস্তান

(Last Updated On: )

১২ বছর পার হওয়া মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের শিক্ষামন্ত্রী এক চিঠিতে এ আদেশ দিয়েছেন। গতকাল বুধবার ওই চিঠি গণমাধ্যমে প্রকাশ পায়। এতে বলা হয়, ১২ বছরের পার হওয়া মেয়েরা জনাসমাগমপূর্ণ অনুষ্ঠানে গান গাইতে পারবে না, যদি অনুষ্ঠানটি নারীদের না হয়। এ ছাড়া নারী শিক্ষার্থীদের কোনো পুরুষ শিক্ষক গান শেখাতে পারবে না।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।