অভিনেত্রী নাজিয়া হক অর্ষার সিনেমা ‘সাহস’-এর শুটিং শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। কাজ শেষ করে গত বছরের জুনে সিনেমাটি জমা দেওয়া হয় চলচ্চিত্র সেন্সর বোর্ডে। তখন নানা কারণ দেখিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে ‘অপ্রদর্শনযোগ্য’ বলে আটকে দেয় সেন্সর বোর্ড। এরপর আপিল বিভাগেও নাকচ হয়ে যায় ‘সাহস’। অনেক চড়াই-উৎরাইয়ের পর অবশেষে মিলেছে ছাড়পত্র, এমনটাই জানালেন ছবির নির্মাতা সাজ্জাদ খান।
তিনি জানান, আগামী মার্চে হলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার এসেছে সিনেমার প্রথম পোস্টার।
সাজ্জাদ বলেন, ‘পোস্টারে শুধু অর্ষাকে রাখা হয়েছে। মূলত ছবিটির মূল প্রভাবক তিনিই। আর আমরা চাইছি, মার্চের মাঝামাঝি হলে আনতে। সম্ভবত এটি হবে দ্বিতীয় সপ্তাহে।’
এটি পরিচালক সাজ্জাদ খানের প্রথম সিনেমা। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও অর্ষা। গল্পে তাদের নাম নীলা ও রায়হান। দুজন অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। আরও আছেন খাইরুল বাসার, রাজু, তুর্যসহ অনেকে। এ ছাড়া এর বিভিন্ন চরিত্রে বাগেরহাটের থিয়েটার রেপার্টরির সদস্যরা অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।