বরিশালের গৌরনদীতে একটি বেসরকারি ক্লিনিকে পেটে জোড়া লাগা জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তবে তাদের শরীরের অন্যান্য অঙ্গ আলাদা ও স্বাভাবিক রয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের মৌয়ূরী ক্লিনিকে ওই দুই শিশুর জন্ম হয়।
ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমান অস্ত্রপচারের মাধ্যমে তাদের ভূমিষ্ট করান। তবে গৌরনদীতে শিশুদের সঠিক চিকিৎসা না পাওয়ার শঙ্কায় বুধবার বিকেলেই শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। জন্মের পর থেকে দুই নবজাতক ও তার মা হালিমা বেগম সুস্থ রয়েছেন বলে শিশুদের বাবা আবু জাফর জানিয়েছেন।
শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানান, ভর্তি হওয়া নবজাতক দুটি এখন পর্যন্ত সুস্থ রয়েছে। অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু দেশে আলাদা করা হয়। তবে বরিশালে এ ধরনের অপারেশন হয় না। শিশু দুটিকে ঢাকায় নিতে হবে।
শিশুদের নানী মৌলি বেগম জানান, দুই মাস আগে স্থানীয় ক্লিনিকে আল্টাসনোগ্রাম করালে চিকিৎসক জানিয়েছিলেন জমজ সন্তান ভূমিষ্ট হবে। কিন্তু তা যে জোড়া লাগানো হবে তা বলেনি চিকিৎসকরা। নাতনিদের সুস্থতার জন্য সবারা কাছে দোয়া চেয়েছেন তিনি। এ ছাড়া আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় জোরা লাগা নবজাতকদের আলাদা করা সম্ভব হবে না বলেও জানান। এ জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
নবজাতকদের বাবা আবু জাফর জানান, তাদের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। তার সংসারে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি পুরান ঢাকায় মুদি দোকান চালাতেন। কিন্তু করোনার কারণে ক্রেতা কমে যাওয়া এবং ক্রেতারা পাওনা টাকা পরিশোধ না করায় তার দোকান বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় ভ্যান চালান।
তিনি বলেন, ‘আমার সন্তান দুটি বাঁচাতে হলে অপারেশন করতে হবে। এই অপারেশন ব্যয়বহুল বলে শুনেছি। আমার একার পক্ষে তা করা সম্ভব নয়।’ এজন্য সকলকে সহযোগিতার অনুরোধ করেছেন তিনি।