জাতীয়

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

(Last Updated On: )

বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শেরপুরের বিশালপুর ইউনিয়নের চুরকোটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্ষিতিশ মহাতো (৪৫), বুদু মাহাতো (৪২) ও পলাশ (৪০)। তারা চুরকোটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকোটা গ্রামের পূজামণ্ডপে লাইটিংয়ের জন্য পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক তার টানা হয়। আজ সকাল সাড়ে ৯টায় ওই বাড়ির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বুদু মাহতো ও পলাশ। গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।