নগরের ডবলমুরিং থানার চৌমুহনীর সিপিডিএল বিল্ডিংয়ের পাশ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহজাহান প্রকাশ শাহজাহান সিরাজকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশে অভিযান চালাই। এ সময় পুলিশকে দেখে ইয়াবা গিলে ফেলার চেষ্টা করে আসামি। বেশ কয়েকটি ইয়াবা গিলেও ফেলে। এর মধ্যেই তার মুখের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা বের করা হয়। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, তার কাছে মোট ৩৫ পিস ইয়াবা ছিল। ১০ পিস সে গিলে ফেলে।
তিনি আরও জানান, শাহজাহান চৌমুহনী এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করেন। তার বিরুদ্ধে হালিশহর ও ডবলমুরিং থানায় ৪টি মামলা রয়েছে।