গাজীপুরের কোনাবাড়ীতে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী বিপ্লব কান্তি দাস (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট ) বিকেলে কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিপ্লব কান্তি দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নয়া হালট গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে।
কোনাবাড়ী থানার এএসআই রুহুল আমীন বলেন, বিকেলে প্রতারক বিপ্লব কান্তি দাস আমবাগ এলাকায় এসে সে নিজেকে এনএসআই এর কর্মকর্তা পরিচয় দেয় এবং এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৭৫ হাজার টাকা নেয়। আশপাশের লোকজনের সন্দেহ হলে থানায় বিষয়টি জানায় পরে এসে তাকে আটক করা হয়।
এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার আনোয়ার হোসেন এসে নিশ্চিত করেন তিনি এনএসআইয়ের কোন সদস্য নয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো তিনটি মামলা আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।