জাতীয়

পুলিশের জালে ধরা আল্লাহর ওলি ও জিনের বাদশা

(Last Updated On: )

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণালংকারসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আল্লাহর ওলি ও জিনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোর্শেদুল ইসলাম ও জাহেদুল ইসলাম। তারা প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয়। পুলিশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ইবনে মিজান গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার শিকার বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাছাহারপাড়া রুপিয়ারপাড়ার বাসিন্দা আব্দুল জলিল থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানায় ওসি ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সহ ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।