বিনোদন

পুত্রসন্তানের মা হলেন নুসরাত জাহান

(Last Updated On: )

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান পুত্র সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে পার্ক স্ট্রিটের এক হাসপাতালে নুসরাত এক পুত্রসন্তানের জন্ম দেন। মা এবং শিশু ভালো আছেন। নুসরাতের ইচ্ছে অনুযায়ী তার পুত্রের জন্মের সময় হাসপাতালে ছিলেন তার প্রেমিক এবং সন্তানের পিতা বলে খ্যাত অভিনেতা যশ দাসগুপ্ত।

কার্যত যশই বুধবার গভীর রাতে নুসরাতকে কালো কাঁচ ঢাকা গাড়িতে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে নুসরাত যান যশ এর বাড়িতে। সেখানে গিয়ে যশের মায়ের আশীর্বাদ নেন। হাসপাতালে আলোকচিত্রীদের ভিড় ছিল।