বিনোদন

পুত্রবধূ-ছেলেসহ করোনায় আক্রান্ত মৌসুমী

(Last Updated On: )

ঢাকাই সিনেমার সুখী দম্পতি ওমর সানী ও মৌসুমী। ছেলে ফারদিন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। রোববার (৪ এপ্রিল) ওমর সানি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর সানি বলেন, ‘করোনা রিপোর্ট পেয়ে মনটা খুব বেশি খারাপ হয়ে গেলো। পরিবারের সবাই পজিটিভ। বিশেষ করে আমার মেয়েটার জন্য বেশি চিন্তিত। কারণ ও একটু নার্ভাস। আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরো বলেন, ‘সবাই এখন বাসায় আইসোলোশনে আছে। বাসায় চিকিৎসা নিচ্ছে।’

ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন মৌসুমী ও ওমর সানি। বিয়ের দাওয়াতে আসা কয়েকজন আত্মীয়স্বজনও অসুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওমর সানি।

আজ সকালে ওমর সানি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি ছাড়া আমার পরিবারের সবাই পজিটিভ, নেগেটিভ হইও শান্তি পাচ্ছি না, আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সাফা দান করেন।’

ওমর সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসানও করোনার বিষয়টি জানিয়ে ফেসবুকে লিখেছেন। তিনি লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

এর আগে গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এই তারকা পরিবার।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।