চট্টগ্রাম

পাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু

(Last Updated On: )

রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটি পাহাড়ের ওপর থেকে পাকা নালায় পড়লে আহত হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে বা সোমবার মধ্যরাতে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করছেন বন বিভাগ।
স্থানীয়রা জানায়, সকালে মৃত হাতিটি পাকা নালায় পড়ে থাকতে দেখে লোকজন বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে। ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, পাহাড়ে খাবারের সন্ধানে বের হয়ে উঁচু পাহাড় থেকে হাতিটি পাকা নালায় পড়ে যায়। এতে আহত হয়ে হাতিটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। মা জাতের হাতিটির বয়স প্রায় ৩০ বছর।
তিনি বলেন, অবস্থা দেখে মনে হয়েছে হাতিটি মাথায় বেশ আঘাত পেয়েছে। ময়না তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে আরও নিশ্চিত হওয়া যাবে।