চট্টগ্রাম

পানিতে তলিয়ে গেল নিপার স্বপ্ন

(Last Updated On: )

নিপা পালিত। ২৪ বছরের এই তরুণীর স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করবেন। হাল ধরবেন হতদরিদ্র পরিবারের। সেই স্বপ্ন নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ভর্তি হন ডিগ্রি (পাস) কোর্সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পরীক্ষায় অংশ নিতে ঘর থেকে বের হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামী হাট সংলগ্ন বাদামতল এলাকার পশ্চিমে চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিন বোনের মধ্যে নিপা সবার বড়। হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নিপার ঠাকুরদা (দাদা) বাদল পালিত বলেন, ‘নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। আজ ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা চতুর্থ পত্র পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বসতঘরের অদূরে হঠাৎ মাথা ঘুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে যায় নিপা। সেখান থেকে সে আর উপরে উঠতে পারেনি। এরপর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার ডা. মাহাফুজুর রহমান খান মৃত ঘোষণা করেন।’

নিপার পিসাত (ফুফাত) ভাই জয় ঘোষ বলেন, ‘হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া নিপা বহু কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে হতদরিদ্র পরিবারের হাল ধরা। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।’

এদিকে, ৯৯৯ ফোন পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষা দিতে যাওয়ার সময় বসতঘরের অদূরে বৃষ্টির পানিতে ডুবে নিপার মৃত্যু হয়। এ ঘটনায় আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’