প্রধান পাতা

পাঠশালা’র ফ্রি টিকা নিবন্ধন ২ হাজার ছাড়িয়েছে

(Last Updated On: )

পাঠশালা’র ফ্রি টিকা নিবন্ধন ২ হাজার ছাড়িয়েছে। সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা নিবন্ধনের ১৩ম তম দিনে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির ও সন্দ্বীপপাড়া তাজেদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

সোমবার ৬ই আগষ্ট সুমন কান্তি দে এর সহযোগিতায় প্রথমে লোকনাথ মন্দির প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চলে। এতে পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও ডাঃ প্রভাস চক্রবর্তী উপস্থিত থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্ভোধন করেন। দিনব্যাপী কর্মসূচিতে দুপুর ৩ ঘটিকায় নিবন্ধন কর্মসূচি সন্দ্বীপপাড়া তাজেদিয়া মাদ্রায় সার্ভার জটিলতায় অনিবন্ধিত প্রায় ২ শতাধিক মানুষ নিবন্ধিত হয়। এতে পাঠশালা’র সহ দূর্যোগ ও ত্রাণ প্রতিনিধি অন্তর দাশ, বিজয় চক্রবর্তী,জনি দাশ, গৌরব মজুমদার রন্টি, রানা দত্ত, পিপলু সরকার, সুব্রত দত্ত রাজু নিবন্ধন কার্যক্রমে অংশ নেন।