চট্টগ্রামে ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে ৯০০ পুলিশ সদস্যের ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর)দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
পুলিশ কমিশনার জানান, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে ক্রিকেটারদের হোটেলে অবস্থানকালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে ৩ স্তরের নিরাপত্তা এবং জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে ৪ স্তরের নিরাপত্তা দেওয়া হবে।
তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে ৭ স্তরের নিরাপত্তা দিবে।