রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো.কালা মিয়া, মো. আ. মজিদ, মো. খোরশেদ আলম ও মো.ফারুক হোসেন।
বুধবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার গোলচত্বর এলাকায় অভিযান চালনো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কালা, মজিদ, খোরশেদ ও ফারুককে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কায়দায় পাকস্থলীতে বহন করে ঢাকা নিয়ে আসতো। তারপর বিভিন্ন এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।