জাতীয়

পাঁচ আ.লীগ প্রার্থীসহ জামানত হারালেন ৫৬ জন

(Last Updated On: )

বগুড়ার তিন উপজেলার ২০ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ আওয়ামী লীগ প্রার্থীসহ ৫৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে বগুড়ার সদর উপজেলার রাজাপুর ইউপিতে নৌকা প্রতীকে আবু জাফর ফারাজী (প্রাপ্ত ভোট ১৩৩), ফাঁপোড় ইউনিয়নে নৌকা প্রতীকে শফি মাহমুদ (প্রাপ্ত ভোট ৬০৬)। সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান নৌকা প্রতীক নিয়ে ৮৭৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়াও এ ইউনিয়নের জিয়াউল হক (৩৯) এবং মাহমুদুল হাসান (১২৫) ভোট পেয়ে জামানত হারান।

এছাড়াও সারিয়াকান্দির ১১ ইউনিয়নে জামানত হারানো প্রার্থীরা হলেন- ভেলাবাড়ি ইউনিয়নে লুৎফা বেগম (প্রাপ্ত ভোট ৯৯), সোহানী নূরজাহান (৪১), আইনুর ইসলাম (৩৪৬), আবু বক্কর সিদ্দিক (৩৪৫) রুবেল উদ্দীন (৭৮১), নারচী ইউনিয়নে আবুল কাশেম (১৬২), কুতুবপুরে এমএ সামাদ খান (৩৭৬), জেলানী (৫৪১), আলী আজগর (২৮৭), গাজিউল হক (৭৪৩), মুনজুরুল হক (৭২৫) এবং শরীফ হোসেন (৪২৫)।

ফুলবাড়ীতে ছামছুল আলম (২৮৮), আব্দুর রাজ্জাক (৮৫), আব্দুল্লাহ আল মামুন (১৮০), তাহেরুল ইসলাম (১৩৮), রফিকুল ইসলাম (৩০), রাজু আহম্মেদ (৯৮৫), সাইফুল ইসলাম বেলাল (১১৮) এবং আনোয়ার হোসেন (১২২)।

সারিয়াকান্দি সদর ইউনিয়নে মাহমুদ লাল (৪০২) কর্ণিবাড়ী ইউনিয়নে খাদেমুল ইসলাম আকন্দ (৫৮৮), তোজাম্মেল হক মাস্টার (২২০), বোরহান আলী (৩০৫), বিল্লাল হোসেন (৯৬) এবং মোখলেছুর রহমান (১০৪৯) জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আরিফুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়ে তার জামানত হারিয়েছেন। চন্দনবাইশা ইউনিয়নে নারী চেয়ারম্যান প্রার্থী শিল্পী আক্তার (১৮৪) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

কাজলা ইউনিয়নে এবিএম শামসউদ্দিন জিন্নাহ (৩৬৯) কামালপুর ইউনিয়নে নজরুল ইসলাম নয়ন (৬৬৯) মোখলেছুর রহমান (৬৭) এবং বোহাইল ইউনিয়নে নাঈমুল হক (৫৩৯) জামানত হারিয়েছেন।

এদিকে সোনাতলায় জামানত হারানোর তালিকায় আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী হলেন- পাকুল্লা ইউনিয়নের জুলফিকার রহমান টিটো (৬৯০) ও দিগদাইড় ইউনিয়নের আলী তৈয়ব শামীম (১২৪৬) সহ উপজেলার ৭টি ইউনিয়নে ১৭জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।

তারা হলেন, সোনাতলা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রোকসানা বেগম (প্রাপ্ত ভোট ২৬৫), মধুপুর ইউনিয়নে ইমারত আলী (৫০৯), তেকানীচুকাইনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক (১৮৬), আশরাফ উদ্দিন (১৩৯), আহসান হাবীব নয়ন (৫৭০), বালুয়া ইউনিয়নে কাজী সুরাইয়া পারভীন (২১১), আনিছুর রহমান সরকার (১১৬), আব্দুল কাইয়ুম (১৩৩), ময়নুল ইসলাম (১৮২), রায়হানুল ইসলাম (৭৩), শফিকুল ইসলাম (৮০২)। জোড়গাছা ইউনিয়নে আবুল কালাম আজাদ কেটু (২৯৬), আইয়ুব আলী (৬৬৮), হামিদুল ইসলাম লিটু (১০৬৫) ও শাহাদত জামার রুবেল (১৭৫৮)।

এ বিষয়ে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান শাহ জানান, ‘কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে এই তিন উপজেলায় ৫৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন।’

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি যষ্ঠধাপে বগুড়ার তিন উপজেলার ২০ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।