পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৯৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা ৬ উইকেটে ৪৬৯ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। নিরোশান ডিকওয়েলা ৬৪ ও রামেশ মেন্ডিস ২২ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই মেন্ডিসকে ডিপ স্কয়ার লেগে মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করেছেন তাসকিন আহমেদ। এরপরই লঙ্কানরা ইনিংস ঘোষণা করে। ১২৭ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার তাসকিন আহমেদ।
আর একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ৪৬৯/৬) ১৫৯.২ ওভারে ৪.৯৩/৭ (থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথিউস ৫, ধনাঞ্জয়া ২, নিসানকা ৩০, ডিকওয়েলা ৭৭*, মেন্ডিস ৩৩; তাসকিন ৪/১২৭, শরিফুল ১/৯১)।