জাতীয়

পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন ছিনতাই

(Last Updated On: )

গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোনটি ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। মন্ত্রীর গানম্যান ছিনতাইকারীকে ধরতে দৌড়ে গেলেও তাকে ধরতে পারেননি।

গত রোববার বিজয় সরণি সিগনালে এ ঘটনা ঘটেছে। মন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগন্যালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় এক ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (০১ জুন) মন্ত্রণালয়ে সংবাদ মাধ্যমকে হাসির ছলে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম মান্নান।

তিনি বলেন, ফোনে কথা বলার সময় ছিনতাইকারী হাত থেকে টান দিয়ে ফোন ছিনিয়ে নিয়েছে। ফোনটি আমার ছেলে কিনে দিয়েছিল।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ঘটনার দিন রাত ৮টায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।