পরীকায় ঠেকাতে বরগুনার তালতলীতে স্বামী হাসানকে (৩৪) তার প্রেমিকা ফাতিমা আক্তারের (২৪) সঙ্গে কাজী ডেকে বিয়ে দিয়েছেন স্ত্রী অযুফা বেগম (২৯)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তালতলী থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে পাঁচ লক্ষ টাকা কাবিনে বিয়ে হয় হাসানের।
একই সাথে প্রথম পক্ষের স্ত্রী অজুফা বেগমকে নতুন করে আড়াই লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ান কাজী মোহাম্মদ মহিবুল্লাহ।
স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে হাসানের সঙ্গে অজুফা বেগমের বিয়ের পরেও পরকীয়ায় আসক্ত ছিল হাসান। সোমবার দুপুরে হাসান তার পরকীয়া প্রেমিকা ফাতিমার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে থানায় হস্তান্তর করে।
হাসানের প্রথম পক্ষের স্ত্রী অজুফা বেগম বলেন, স্বামীর প্রেম ঠেকাতে না পেরে এই বিয়েতে রাজি হয়েছি।
হাসান বলেন, উভয় পরিবারের সম্মতিতে অজুফা বেগমকে আড়াই লক্ষ টাকা ও ফাতেমাকে ৫ লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছি।
তালতলী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা হাসান ও তার প্রেমিকাকে আটক করে পুলিশ খবর দিলে তাদের উদ্ধার করে থানায় আনা হয়। পরে উভয় পরিবারের লোকজনের কাছে তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।