নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি লাগেজে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজটি পাওয়া যায়। লাগেজে থাকা খণ্ডিত অংশগুলো কোনো পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে খুন হওয়া ব্যক্তির মাথাসহ অন্যান্য অংশ না পাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝোপের মধ্যে একটি লাগেজ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাগেজটি খুলে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া যায়। এসব খণ্ডের প্রত্যেকটি টেপ দিয়ে মোড়ানো ছিল।
নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মাথা ও শরীরের কিছু অংশ না থাকায় খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।