চট্টগ্রাম

পটিয়ায় বিয়ের আয়োজন, বর ও কনেপক্ষকে জরিমানা

(Last Updated On: )

পটিয়ায় ‘কঠোর বিধি-নিষেধ’ এর মধ্যে বিয়ের আয়োজন করে জরিমানা দিতে হলো বর ও কনেপক্ষকে।  

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদের ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা ও বরের চাচাতো ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মান্নান কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অধ্যাপক হেলাল আহমদ বাড়ির আবদুল মোতালেবের ছেলে এবং কায়েম ওই এলাকার মো. ইউছুফের ছেলে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ জানান, স্বাস্থ্যবিধি না মেনে ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।