চট্টগ্রাম

পটিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ২ সাইকেল আরোহীর নিহত

(Last Updated On: )

চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সি বাজারের সহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো.ইউনুস ছেলে মো. মামুন (২৪) ও পৌর সদরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে মো.ইমন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রাকের সাথে একইমুখী একটি সাইকেলের ধাক্কা লাগে।

এতে সাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়লে তাদের চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপর ট্রাক নিয়ে পালানোর সময় স্থানীয়রা চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।