চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি আলমারি ভেঙে ৪৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।
জানা গেছে, হাসপাতালের পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভাঙা এবং পিছনের জানালার গ্রিল কাটা রয়েছে।
ডা. সব্যসাচী নাথ বলেন, ‘রাতে হাসপাতালের অ্যাকাউন্টস সেকশনে দুটি আলমারি ভেঙে প্রায় ৪৩ হাজার টাকা নিয়ে গেছে। থানা পুলিশ হাসপাতালে এসেছে। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চুরির ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু নগদ টাকা চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।