চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।