চট্টগ্রামের পটিয়ায় ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌস শিল্পী (৩০) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলার ইন্দ্রপুল বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফেরদৌস নোয়াখালীর সেনবাগ থানার সামার গাঁও এলাকার আব্দুল হকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার বাইপাস মোড় এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। গ্রেপ্তার নারীকে পটিয়ায় থানায় সোপর্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফেরদৌস শিল্পী জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো বিভিন্ন সেবনকারীকে বিক্রি করে আসছে।