চট্টগ্রামের পটিয়ার সন্তান রেজাউল কবীর খেলঘরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পটিয়ার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ অক্টোবর ২০২৩ শনিবার বিকালে পটিয়াস্থ নোঙ্গর রেস্তোরায় অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু তৈয়ব, বক্তব্য রাখেন পটিয়া থিয়েটার সভাপতি সবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, অধ্যাপক কানাই দাশ, নজরুল ইসলাম, অলক দাশ, আবুল ফজল বাবুল, অধ্যাপক ভগিরত দাশ, শহীদুল ইসলাম, মন্জুরুল আলম, নুরুল ইসলাম, মদিনা বেগম, মাষ্টার শ্যামল দে,সাংবাদিক শিবু কান্তি দাশ, জয়নুল আবেদীন , আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন, আবদুর রহমান রুবেল,বিপ্লব বসু, মুকুল বড়ুয়া,পলাশ , সাংবাদিক নুরুল ইসলাম, জয়তু বড়ুয়া, মনি পুরোহিত । প্রমুখ । এতে বক্তারা পটিয়ার সন্তান রেজাউল কবীর খেলাঘরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সীক্ত করার মাধ্যমে তাকে অভিনন্দিত করেন।তিনি এ সম্বর্ধনা তার দায়িত্ববোধ অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে অভিমত প্রকাশ করেন এবং বাকী জীবনে সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ReplyForward |