চট্টগ্রাম

পটিয়ায় প্রাচীন মন্দিরে দুর্ধর্ষ চুরি, ৩৭ ভরি স্বর্ণ নিয়ে গেল চোর!

(Last Updated On: )

চট্টগ্রামের পটিয়ার একটি ৭০০ বছরের প্রাচীন মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রী বুড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে যাওয়া এক ভক্তসহ মন্দিরের দুজন সেবক রাত্রীযাপন করছিলেন। সকালে ঘুম থেকে উঠে তারা মন্দিরের গর্ভগৃহের দরজা ভাঙে মুর্তিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ভেঙেচুরে ফেলে রেখে যায় দানবাক্সও।

পটিয়া থানা সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে মন্দিরের ভেতরে ৭ জন লোককে প্রবেশ করতে দেখা গেছে। তবে টুপি পড়া থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলাধারাকে বলেন, রাতে চুরির ঘটনার পর অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। মামলার এজাহারে ৩৭ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা চুরি কথা উল্লেখ করা হয়েছে।