নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে মাহমুদ হাসানকে রাজধানী ঢাকার শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
আ ন ম ইমরান খান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে সংগঠনের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাংগঠনিকভাবে আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়।
এই ‘আধ্যাত্মিক নেতা’ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন বলে র্যাব দাবি করছে। এ বিষয়েশুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন আ ন ম ইমরান খান।
মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে ‘গুম করা হয়েছে’ অভিযোগে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যেই শুক্রবার তাকে গ্রেপ্তারের খবর দিলো র্যাব।