নিজ বাড়িতে বুধবার (৭ জুলাই) সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মোউস। এ ঘটনায় আহত হয়েছেন ফার্স্ট লেডিও।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া একটার দিকে জোভেনেল মোউসকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দুকধারীর গুলিতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ।
এক বিবৃতিতে বলেছেন বলা হয়েছে, ফার্স্ট লেডিও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
৫৩ বছর বয়সী জোভেনেল মোউস ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।