ইসলামিক আমিরাতের অধীনে সব আফগান নাগরিকই নিরাপদ বলে মন্তব্য করেছেন কাবুলে সংগঠনটির নিরাপত্তার দায়িত্বে থাকা খলিল উর রহমান হাক্কানি। এছাড়া, সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ৩৪টি প্রদেশের সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
রবিবার (২২ আগস্ট) আল জাজিরার সঙ্গে আলাপকালে খলিল উর রহমান হাক্কানি এসব কথা বলেন,
তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধরত আফগানিস্তানের শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য কাজ করছে তালেবান। যখন আমরা বিদেশি পরাশক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছি তখন আফগান নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারব। আফগান-সোভিয়েত যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে এই তালেবান নেতার।
এদিকে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত করেছে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মার্কিন রাজস্ব বিভাগ খলিল উর রহমান হাক্কানিকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে ৫০ লাখ ডলার ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের সন্ত্রাসী তালিকায়ও তার নাম অন্তর্ভূক্ত রয়েছে।
তবে খলিল উর রহমান হাক্কানি জোর দিয়ে বলেছেন, লোকজনের তালেবানকে ভয় পাওয়া উচিত নয়। আমাদের মধ্যে কিছু বিষয়ে বৈরিতা ছিল। এখন এমন একটা পরাশক্তি ছিল যারা আমাদেরকে বিভক্ত করতে বাইরে থেকে এসেছিল। তারা আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছিল। কিন্তু এখানে আফগানদের কারো সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই, আমরা সবাই আফগান।