ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের ৩দিন পর কলেজছাত্রী পারভীন আক্তারকে (১৯) মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারটালা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশ।
পারভীন আক্তার ওই এলাকার মৃত আহাম্মদ আলীর মেয়ে। সে বড়চৌনা কুতুবপুর জি.কে কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভীন আক্তার গত ৩দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে পারভীনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যা। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।