প্রধান পাতা

নাসির উদ্দিনের সঙ্গে ছিল ৩ ‘রক্ষিতা’

(Last Updated On: )

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই বাসায় নাসির উদ্দিনের তিনজন ‘রক্ষিতা’কেও গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে ‘উঠতি বয়সের মেয়েদের নিয়ে’ ডিজে পার্টি করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ছোট ছোট মেয়েদের রক্ষিতা রাখেন এ ধরনের অভিযোগ পেয়েছি। যদিও আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা বুঝব এ ধরনের অভিযোগ সত্য কি না। উঠতি বয়সের মেয়েদের নিয়ে তারা ডিজে পার্টি করে এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। কেউ যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগ করেন আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

সাভারে দায়ের করা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তারের পর ব্রিফিংয়ে হারুন অর রশিদ বলেন, ‘বোট ক্লাবে (পরীমনিকে) নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ অভিযোগে সাভার থানায় একটি মামলা ঋজু করেছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সাভার থানার পুলিশ আমাদের কাছে রিকুইজিশন করেছে। আমরা আসামিকে গ্রেপ্তার করতে আমরা অভিযান পরিচালনা করেছি।

তিনি বলেন, ‘অভিযানে আমরা সন্ধান পেলাম যে, উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ডিজে পার্টি হয়; আমরা এ বাসাটাতে (১৩ নম্বর) যখন অভিযান চালালাম তখন সাভারের এফআইরভুক্ত যে দুজন আসামি তাদেরকে গ্রেপ্তার করেছি। পাশে তিনজন রক্ষিতা ছিল তাদেরকেও গ্রেপ্তার করেছি। মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ সময় মাদকও পাওয়া গেছে।’

ডিবি পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের দায়িত্বই হচ্ছে তদন্ত করা। তদন্ত করেই আমরা তাদের গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করেছি। যদি প্রয়োজন হয় তাদের রিমান্ডে আনব। যেহেতু মাদক পেয়েছি সেহেতু মাদকের একটি মামলা আমাদের ডিএমপিতে হবে। প্রত্যেকটা অভিযোগ আমরা খতিয়ে দেখছি।’

এ ঘটনার আরও কারা আছে-এমন প্রশ্নের উত্তরে হারুন অর রশিদ বলেন, ‘যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের সঙ্গে আরও কোনো রাঘব-বোয়াল আছে কি না, যারা রাতের বেলা বিভিন্ন ক্লাবে গিয়ে উঠতি বয়সের মেয়েদের ব্যবহার করে অসামাজিক কার্যকলাপ চালায় তাদের বিরুদ্ধে এখন আমাদের কমিশনার স্যারের নির্দেশ…। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন এলাকাতে কোনো উঠতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজে পার্টির নামে অনাচার করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘তাকে (আসামিকে) গ্রেপ্তার করেছি, জিজ্ঞাসাবাদ করব। আমরা পরীমনিকেও জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের যাবতীয় তথ্য আমরা জানাব। আপনারা জানেন যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাজই মদের ব্যবসা করা। এর মধ্যে একজন নাসির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এ কাজই করেন।’

এর আগে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার বেলা ১১টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পরীমনি নিজে বাদী হয়ে মোট ছয়জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর ৩৮। গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চান পরীমনি। পরে রাতেই সংবাদ এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন তিনি।