বিনোদন

নারী রূপে হিরো আলম

(Last Updated On: )

সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। গান আর অভিনয় দিয়ে সমান তালে এগিয়ে চলছেন তিনি। অভিনয়ের সুবাদে নানা সময় নানা রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে। কখনো টারজান, কখনো দৈত্য আবার কখনো অন্য কোনো রূপে। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ্যে আসলেন নারী রূপে।

হিরো আলম জানান, তার নারী সাজার কারণ নতুন একটি মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘ভাইরাল বউ’। এটি নির্মিত হয়েছে সরদার প্রোডাকশন ব্যানারে। তারই প্রচারণার অংশ হিসেবে তিনি নারী রূপের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

ছবিতে দেখা যায়- লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ।

হিরো আলম বলেন, ‘আপনারা আমাকে নতুন রূপে দেখছেন। সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায়। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’