জাতীয়

নানা আয়োজনে পালিত হচ্ছে ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

(Last Updated On: )

‘শোষিতের সংগ্রামে স্লোগানে মিছিলে, আমরাই লিখব মুক্তির গান’ স্লোগানে সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পালন করছে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি পালন উপলক্ষে করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রাসহ নানা আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

দুপুর ১ টায় রাজধানীর শহীদ মতিউল-কাদের চত্বরে স্কুল শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে একটি র‍্যালি শুরু হয়ে হাইকোর্ট, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। র‍্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ বলেন, আমরা এক গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। একদিকে করোনা মহামারির সাথে আমাদের লড়াই করতে হচ্ছে, অন্যদিকে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। প্রতিনিয়ত বহু মানুষ শুধুমাত্র সুচিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত লকডাউনে সাধারণ শ্রমজীবী মানুষদের অনাহারে দিন কাটাতে হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তার কোন নিশ্চয়তা নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। এসব বেশির ভাগ শিক্ষার্থী শুধুমাত্র ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। অনলাইন ক্লাস যদি পুরোপুরি ফলপ্রসূ করতে হয়, তাহলে যাদের ডিভাইস নেই বা ইন্টারনেট খরচ বহনের সক্ষমতা নেই, তাদের সেসব ব্যবস্থা করে দিতে হবে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, আমরা ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে পালন করছি যখন সারা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বিগত ২১ দিন ধরে শ্রমজীবী মানুষকে ন্যূনতম এক বেলার খাবারের নিশ্চয়তা দিতে আমরা শ্রমজীবী ক্যানটিন পরিচালনা করছি। সরকারের অপরিকল্পিত লকডাউনের আমরা প্রতিবাদ করছি। স্বৈরাচারী সরকার মানুষের জানমালের কোন নিরাপত্তা দিচ্ছে না।

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। একই ধারার বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়নের দাবিতে ছাত্র ইউনিয়নের সকল নেতাকর্মীকে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ার আহ্বান জানাই। শিক্ষা আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্যে এবং শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নজির আমিন চৌধুরী জয়, কেএম মুত্তাকী, সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, ঢাকা মহানগরের আহ্বায়ক অনুপম অমি। এ সময় বিভিন্ন সময় ছাত্র ইউনিয়নের নেতৃত্বে থাকা সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।