ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা উপহার হিসেবে দুই হাজার ৬০০ কেজি দেশীয় আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এই আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টুনে করে এই আমের চালান পাঠানো হয়। বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে আমের প্যাকেট গ্রহণ করেন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের।
এর আগে গত ২ জুলাই একটি চিঠি দিয়ে আম পাঠানোর ব্যাপারে বেনাপোল স্থলবন্দরকে অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জাবের হায়দার। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারি কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।