জাতীয়

ধর্মান্ধ ও জঙ্গি গোষ্ঠিকে এ দেশের মানুষ ঘৃণা করে: কৃষিমন্ত্রী

(Last Updated On: )

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশে এখনও কিছু ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠি আছে যাদের মানুষ ঘৃণা করে।’

আজ শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে আয়োজিত ওয়ানগালা উৎসবে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মামলায় মধুপুরের কোনো গারোকে গ্রেপ্তার করতে দেওয়া হয়নি। দেশে সব জাতিগোষ্ঠির মানুষ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। সবার মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে।’