প্রধান পাতা

দ্বীপশিখা খেলাঘর আসর এর উপদেষ্টা রিটু বড়ুয়ার শোক সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

দ্বীপশিখা খেলাঘর আসর এর উপদেষ্টা, আসরের সাহিত্য সম্পাদক আনিকা বড়ুয়ার পিতা ও চরণদ্বীপ রজভিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক রিটু বড়ুয়ার অকাল প্রয়ানে আয়োজিত শোক সভায় বক্তারা বক্তব্যে উপরোক্ত উক্তিটি উল্লেখ করেন। ২০ জুলাই, ২০২১, মঙ্গলবার দ্বীপশিখা খেলাঘর আসর এর অস্থায়ী কার্যালয় সুরেশ ভবনে সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত শোক সভায় প্রয়াত শিক্ষক রিটু বড়ুয়ার কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দত্ত বড়ুয়া, শিক্ষক কানন বিকাশ বড়ুয়া, দ্বীপশিখা খেলাঘর আসর এর প্রতিষ্টাতা ডাঃ মিহির বরণ বড়ুয়া, সাবেক সভাপতি দীপঙ্কর বড়ুয়া, সহ সভাপতি উত্তম বড়ুয়া, উপদেষ্টা সুভাষ বড়ুয়া, সমাজসেবক সাধন বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক তৃঞ্চা বড়ুয়া, প্রয়াত শিক্ষক রিটু বড়ুয়ার একমাত্র কন্যা সাহিত্য সম্পাদক আনিকা বড়ুয়া। উপস্থিত ছিলেন স্বর্ণা, দূর্জয়, অমিত, মৌমি, জয়তি, অর্পা, ঐশি, দোলা, ঝিলিক, অন্তিকা, নিবারণ, সুবারণ, নিশান, হিমেল, টুটুল ও রাতুল। সাবেক সভাপতি দীপঙ্কর বড়ুয়া নেতৃত্বে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান আসরের সদস্যারা। এর আগে আসরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া নেতৃত্বে প্রয়াত শিক্ষক রিটু বড়ুয়ার শ্মশানে সদস্যরা শ্রদ্ধাঞ্জলি জানান