প্রধান পাতা

দ্বীপশিখা খেলাঘরের উপদেষ্টা দিলীপ কুমার বড়ুয়া পরলোকে

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসরে সহ সভাপতি বাবু উত্তম বড়ুয়ার বড় ভাই, অবসরপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া (৭৩)পরলোক গমন করেছেন ।

১২ ফেব্রুয়ারি ‘২২ শনিবার সকাল ১১টায় চরনদ্বীপস্থ নিজবাড়ীতে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী , ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । আজ রবিবার দুপুর ২ টায় নিজ বাড়ীতে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তিনি চরণদ্বীপ গ্রামের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডাঃ লোকনাথ বড়ুয়ার প্রথম পুত্র ।

চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা, ও দ্বীপশিখা খেলাঘর আসরে উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন তিনি ।

তাঁর মৃত্যূতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক এ বি এম আবু নোমান , সাধারণ সম্পাদক এডবোকেট শৈবাল আদিত্য,বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী , দ্বিপশিখা খেলাঘর আসরের প্রতিষ্টাতা ডা. মিহির বরণ বড়ুয়া, সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্রব,গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।