বিনোদন

দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন ইলিয়াস

(Last Updated On: )

দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করার অভিযোগ উঠেছে সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। সুইডেন থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগের কথা জানিয়েছেন মডেল কারিন নাজ।

তার অভিযোগ, ইলিয়াসের সঙ্গে তার এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। আর তৃতীয় বিয়ের বিষয়ে তার সঙ্গে কোনো আলাপও হয়নি। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

তার ভাষ্য, ‘ইলিয়াসের বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না। বিয়ের খবরটি শুনে বিস্মিত হয়েছি। কী বলা উচিত বুঝতে পারছি না।

নাজ সুইডেনের স্টকহোমে থাকেন। মডেল হয়েছেন বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে।

নাজকে বিয়ের আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেলে পড়তেন। এবার গত ১ ডিসেম্বর অনেকটা গোপনে সুবাহকে বিয়ে করেন ইলিয়াস।

রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার সুবাদে ২০১৯ সালে চলচ্চিত্রে পথচলা শুরু সুবাহর। এরপর একে একে ছয়টি সিনেমায় কাজ করেছেন। যদিও এখন পর্যন্ত তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। অভিনেত্রীর বাইরে সুবাহ বেশ পরিচিত ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা হিসেবে।