চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং হিজড়া হিসেবে ভোটার তালিকায় আছেন ৪৪১ জন।
মঙ্গলবার (২ মার্চ) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২০২০ সালের হালনাগাদে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ২৫ হাজার ৭৫৫ জন, নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন এবং হিজড়া ৮১ জন।
এ সময়ে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।