জাতীয়

দেশে করোনায় একদিনে দুশতাধিক মৃত্যুর রেকর্ড,শনাক্ত ১১,১৬২

(Last Updated On: )

মহামারি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে দুই শতাধিক মৃত্যুর সাক্ষী হলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। আজকের আগ পর্যন্ত এ সংখ্যায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে, গত সোমবার (৫ জুলাই) একদিনে সর্বাধিক ১৬৪ জন মারা যান। পরের দিন (মঙ্গলবার) মারা যান ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।

গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে টানা ১১তম দিনেও দেশে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক ব্যক্তি মারা গেলেন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১১ হাজার ১৬২টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড।

এর আগের ২৪ ঘণ্টায় দিনই দেশে ১১ হাজার ৫২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১১৯ জন, নারী ৮২ জন। তাদের মধ্যে ১২ জন বাসায় ও ১৮৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ।