জাতীয়

দেশে আসছে চীনের ২০ লাখ টিকা

(Last Updated On: )

চীন থেকে ২০ লাখ সিনোফার্মের টিকা খুব শিগগিরই বাংলাদেশে আসছে।  

বুধবার (৩০ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, ২০ লাখ টিকা বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ওই টিকা খুব শিগগিরই ঢাকায় আনা হবে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। আর ১৩ জুন উপহার দেয় ৬ লাখ টিকা। দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেয় চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।