জাতীয়

দেশের ৬৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

(Last Updated On: )

দেশের ৪ টি পৌরসভা ও দুটি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন ১৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ও ৫৩ টি ইউনিয়নে উপনির্বাচন হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পৌরসভা ও উপজেলা পরিষদের সবগুলোর ভোট হবে। সেসব স্থানে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আর ইউনিয়ন পরিষদের ভোট হবে ব্যালট পদ্ধতিতে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন জমার শেষ সময় ছিল ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৭ জুলাই।

যেসব স্থানে উপনির্বাচন হবে সেখানে প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করাসহ বিভিন্ন কারণে চেয়ারম্যান,মেম্বারসহ বিভিন্ন পদ শূন্য আছে।