জাতীয়

দেশের রাজনীতি-নির্বাচন ব্যবস্থা পচে গেছে: সিইসি

(Last Updated On: )

কেবল নির্বাচন ব্যবস্থা নয়, দেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা অনেক কিছুই কিন্তু পচে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘খুব সাহস নিয়ে এই কথাটি বলছি—অনেক কিছুই কিন্তু পচে গেছে।’

সোমবার (১৮ জুলাই) বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের সময় সিইসি এ মন্তব্য করেন। বিকাল ৪টা থেকে দেড়ঘণ্টার বেশি সময় ধরে দলটির সঙ্গে ইসির বৈঠক হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংলাপে নেতৃত্ব দেন।

বাংলাদেশের তুলনায় অন্য দেশের নির্বাচন করাটা সহজ ‍উল্লেখ করে সিইসি বলেন, ‘আজকে আপনি আমাকে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনার করে দেন। বিলেতের নির্বাচন কমিশনার করে দেন। দেখতে পারবেন কত সহজে নির্বাচনটা করে ফেলতে পারবো। কিন্তু এখানে নির্বাচন করা অনেক কঠিন কাজ। এটা হচ্ছে আমাদের রাজনীতি। অর্থশক্তির কথা বলা হচ্ছে, অর্থশক্তিকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করবো। আমি জানি, ১২ কোটি টাকা ১৫ কোটি টাকা নিয়ে আপনারা…।’ সিইসি তার বক্তব্যকালে এই বাক্যটি শেষ করার আগে অন্য একজন কমিশনার তাকে থামিয়ে দেন। পরে তিনি অন্য প্রসঙ্গে চলে যান।